
জেলার সংবাদ
ছেলের মৃত্যুশোক সইতে পারলেন না বাবা
ঢাকা, ১১ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):
দিনাজপুর শহরে ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে মৃত্যু হয়েছে বাবার। দিনাজপুর শহরের ৪নং ওয়ার্ডের সুইহারী লেবুর মোড় এলাকায় মর্মান্তিক এ ঘটনা ঘটে।
জানা গেছে, সুইহারী লেবুর মোড় এলাকার বাসিন্দা মটর শ্রমিক শফি (৬৯) তার ছোট ছেলে সবুজ ইসলামের (২২) কর্মকাণ্ড নিয়ে অশান্তিতে ছিলেন। প্রায়ই ছেলেকে নিয়ে বাড়িতে অশান্তি হত। মঙ্গলবার দুপুর ১২টার দিকে নিজের ঘরে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন সবুজ ইসলাম। রাত ৯টার সময় তার দাফন সম্পন্ন হয়।
কিন্তু আজ বুধবার সকালে কবর জিয়ারত করে ফিরে এসে ছেলের মৃত্যুর শোকে বাবা শফি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে অসুস্থ হয়ে পড়েন। এসময় বাড়িতেই তার মৃত্যু হয়।
দিনাজপুর পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর মোস্তাফিজুর রহমান মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।