
আলোচিত সংবাদ
রোহিঙ্গাদের বহনকারী নৌকাডুবি : আরো ১০ লাশ উদ্ধার
ঢাকা, ১১ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):
কক্সবাজারের টেকনাফের নাফ নদীর গোলারচর পয়েন্টে রোহিঙ্গাদের বহনকারী নৌকাডুবির ঘটনায় আরো ১০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত লাশের মধ্যে নারী ও শিশুও রয়েছে।
গত রবিবার রাত ১০টার দিকে নাফ নদীর গোলারচর পয়েন্টে এ নৌকাডুবির ঘটনা ঘটে।
এর আগে গতকাল সোমবার নৌকাডুবির ঘটনায় ১৩ জন রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুর লাশ উদ্ধার করা হয়। পরে এসব লাশ স্থানীয়ভাবে দাফন করা হয়। আজ মঙ্গলবার ভোর থেকে উপজেলার সদর ইউনিয়নের মহেশখালীয়া পাড়া, মিঠাপানির ছড়াসংলগ্ন সমুদ্রসৈকত পয়েন্ট থেকে লাশ ভাসতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ, কোস্ট গার্ড, ফায়ার ব্রিগেডের লোকজন সেখান থেকে এসব লাশ উদ্ধার করে।
টেকনাফ মডেল থানার ওসি মাইন উদ্দিন খান আরো ১০ জনের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।