জাতীয়

অবশেষে ভারতে জয় অস্ট্রেলিয়ার

ঢাকা, ১১ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):

অস্ট্রেলিয়ার এমন একজনের প্রয়োজন ছিল, যিনি টানা হারতে থাকা দলকে টেনে তুলবেন। সেই একজন হলেন জ্যাসন বেহরেনডর্ফ। ২১ রানে তার চার উইকেটে অস্ট্রেলিয়া আট উইকেটে ভারতকে হারাল দ্বিতীয় টি ২০-তে।

এবারের ভারত সফরে টানা সাত ম্যাচ হারার পর জিতল অস্ট্রেলিয়া। মঙ্গরবার গেৌহাটিতে নৈশকালীন ২০/২০ ওভারের ম্যাচে টস জিতে বল করার সদ্ধিান্ত নেন অসি অধিনাযক ডেভিড ওয়ার্নার।

মাত্র ২৭ রানে চার উইকেট হারানো ভারত টেনেটুনে ১১৮ পর্যন্ত পৌঁছে। অস্ট্রেলিয়া মাত্র দুই উইকেট হারিয়ে সেই রান টপকে যায় ২৭ বল বাকি থাকতে।

তিনে ব্যাট করতে নামা ময়সেস হেনরিক্স ৬২ এবং ট্রাভিস হেড ৪৮ রান করেন। এ দু’জনের ১০৯ রানের অবিচ্ছিন্ন পার্টনারশিপে তিন ম্যাচের সিরিজ ১-১ করল অস্ট্রেলিয়া। সিরিজের তৃতীয় ও শেষ টি ২০ শুক্রবার হায়দরাবাদে।

সংক্ষপ্তি স্কোর
ভারত ১১৮/১০, ২০ ওভারে (কেদার যাদব ২৭, হার্দিক পাণ্ডিয়া ২৫, কুলদীপ যাদব ১৬। রেহরেনডফ ৪/২১, জাম্পা ২/১৯)।

অস্ট্রেলিয়া ১২২/২, ১৫.৩ ওভারে (হেনরিক্স ৬২*, হেড ৪৮*। ভুবনেশ্বর কুমার ১/৯, বুমরাহ ১/২৫)।

ফল: অস্ট্রেলিয়া ৮ উইকেটে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ: বেহরেনডার্ফ (অস্ট্রেলিয়া)। ক্রিকইনফো।

Show More

আরো সংবাদ...

Back to top button