রাজনীতি

আমাদের নিজের পায়ে দাঁড়াতে হবে : ফখরুল

ঢাকা, ১১ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমাদের নিজের পায়ে দাঁড়াতে হবে, অনেক বিপদ আসবে, অনেক ত্যাগ শিকার করতে হবে। অসংখ্য মামলা দেয়া হয়েছে। আরও ত্যাগ শিকার করতে হবে। আমাদের অনেক ভাইকে তুলে নিয়ে গেছে, আমরা ভুলে যাব না। ভবিষ্যতে বিজয় অর্জন করতে সবাইকে একসঙ্গে এগিয়ে যেতে হবে। নিজেদের প্রত্যয়কে শক্তিশালী করে জনগণের সরকার প্রতিষ্ঠায় অশক্তিকে পরাজিত করার অঙ্গীকার করতে হবে।’

মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ৯০-এর স্বৈরাচারবিরোধী ছাত্র গণঅভ্যুত্থানের বীর শহীদ নাজির উদ্দিন জেহাদের ২৭তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে এ সভার আয়োজন করে শহীদ জেহাদ স্মৃতি পরিষদ।

সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘ওরা জানে নিরপেক্ষ সরকারের অধীনে যদি নির্বাচন হয়, বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে, তাহলে তারা ক্ষমতায় আসতে পারবে না। তাই সেভাবে নির্বাচন দিতে চায় না। তারা ফুটবল খেলার খালি মাঠে গোল দিতে চায়।’

তিনি বলেন, ‘সরকারের ভয়াবহ নীলনকশা নস্যাৎ করে নিরপেক্ষ নির্বাচন আমাদের নিশ্চিত করতে হবে। কেউ এসে আমাদের জনগণের অধিকার প্রতিষ্ঠা করে দিয়ে যাবে না। আমাদেরকেই অধিকার প্রতিষ্ঠা করতে হবে। তাই কোথায় সমস্যা তা চিহ্নিত করে জনগণের কাছে যেতে হবে। শুধু প্রেসক্লাবের আলোচনার মধ্যে সীমাদ্ধ না থেকে তরুণ সমাজকে ঐক্যবদ্ধ করতে কাজ করে যেতে হবে।’

তিনি বলেন, ‘প্রধান বিচারপতির ছুটি সম্পর্কে খবর গণমাধ্যমে উঠে এসেছে। এর মধ্য দিয়ে দেশের মানুষ বুঝতে পেরেছে কারসাজি করে প্রধান বিচারপতিকে সরিয়ে দিচ্ছে সরকার। তার অপরাধ একটা তিনি সত্য কথা বলেছেন।’

মির্জা ফখরুল বলেন, ‘ষোড়শ সংশোধনী রায়ের কিছুদিন পর প্রধান বিচারপতি এক মাসের ছুটিতে গিয়েছেন। ফিরে এসে দায়িত্বে বসতে পারলেন না। তাকে আবারও ছুটিতে যেতে বাধ্য করা হয়েছে।’

শহীদ জেহাদ স্মৃতি পরিষদের সভাপতি, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল প্রমুখ।

Show More

আরো সংবাদ...

Back to top button