জাতীয়

প্রধান বিচারপতির দেশের বাইরে যাওয়ার অনুমতিপত্রে সই করেছেন রাষ্ট্রপতি

ঢাকা, ১১ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার দেশের বাইরে যাওয়ার বিষয়ে সরকারি আদেশের (জিও) অনুমতিপত্রে সই করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আজ বুধবার কিশোরগঞ্জ থেকে ঢাকায় ফিরে রাতেই নথিতে সই করেন রাষ্ট্রপতি।

এর আগে আজ দুপুরে নথিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সই করেন বলে জানা গেছে।
প্রসঙ্গত, প্রধান বিচারপতি ২ অক্টোবর থেকে এক মাসের ছুটিতে আছেন। গতকাল মঙ্গলবার প্রধান বিচারপতি দেশের বাইরে যাবেন বলে রাষ্ট্রপতিকে অবহিত করেন। তিনি ১৩ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত বিদেশে থাকতে চান বলে জানিয়েছিলেন।

Show More

আরো সংবাদ...

Back to top button