খেলাধুলা

প্রস্তুতি ম্যাচে দুপুরে মাঠে নামছেন মাশরাফিরা

ঢাকা, ১২ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের দুঃসহ ফলাফল ভুলে সীমিত ওভারের সিরিজের দিকেই মনোযোগ দিচ্ছে বাংলাদেশ দল। এরই লক্ষে মূল সিরিজের আগে নিজেদের ঝালিয়ে নিতে বৃহস্পতিবার (১২ অক্টোবর) প্রস্তুতি ম্যাচ খেলতে নামবে মাশরাফি বিন মুর্তজার দল।

অনুশীলন করছেন তাসকিন, রুবেল ও মুস্তাফিজ

অনুশীলন করছেন তাসকিন, রুবেল ও মুস্তাফিজ। ছবি: বিসিবি

১৫ অক্টোবর থেকে মাঠে গড়াবে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি। এর আগে দক্ষিণ আফ্রিকার আমন্ত্রিত একাদশের বিপক্ষে নিজেদের ভালো-মন্দ দিক খুঁজে বের করতে মাঠে নামবে বাংলাদেশ। ব্লুমফন্টেইনের ম্যানগাউং ওভালে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।

মুশফিক-সৌম্যরা ব্যাটিংটাও ঝালিয়ে নিচ্ছেন।

মুশফিক-সৌম্যরা ব্যাটিংটাও ঝালিয়ে নিচ্ছেন। ছবি: বিসিবি

টেস্ট দলে না থাকা মাশরাফি, সাকিব আল হাসান, নাসির হোসেন ও সাইফ উদ্দিন এরই মধ্যে দলের সাথে যোগ দিয়েছেন। গেল দুদিন অনুশীলনও করেছেন।

অনুশীলন চলছে পুরোদমে।

অনুশীলন চলছে পুরোদমে। ছবি: বিসিবি

টেস্টে স্বাগতিকদের বিপক্ষে পচেফস্ট্রুমে সিরিজের প্রথম টেস্টে ৩৩৩ রানের বড় হারের পর ব্লুমফন্টেইনে সিরিজের দ্বিতীয় ম্যাচেও ইনিংস ও ২৫৪ রানের পরাজয় নিয়ে শেষ করেছে বাংলাদেশ। এবার সীমিত ওভারের ম্যাচে নিজেদের ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যেই মাঠে নামবেন মাশরাফিরা।

তিন ম্যাচ ওয়ানডের পর দুই ম্যাচ টি-টোয়েন্টিও খেলবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা।

Show More

আরো সংবাদ...

Back to top button