জেলার সংবাদ

দামুড়হুদায় জামায়াতের চার নেতাকর্মী আটক

ঢাকা, ১২ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):

চুয়াডাঙ্গার দামুড়হুদায় জামায়াতের চারজন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন দামুড়হুদার হাউলী ইউনিয়ন জামায়াতের আমির রফিকুল ইসলাম জিয়া, দামুড়হুদা ইউনিয়ন জামায়াত সেক্রেটারি আবিদ উল্লাহ টিটন, দামুড়হুদার জামায়াতকর্মী হাবিবুর রহমান ও দামুড়হুদার কার্পাসডাঙ্গা গ্রামের জামায়াতকর্মী শামসুল ইসলাম ভুলু।

দামুড়হুদা থানার ওসি আবু জিহাদ মোহাম্মদ ফকরুল আলম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে দামুড়হুদা উপজেলার বিভিন্ন এলাকা থেকে চারজনকে আটক করে। আটককৃতরা নাশকতামূলক কাজের পরিকল্পনার সঙ্গে সম্পৃক্ত ছিল। আজ বৃহস্পতিবার মামলা দায়ের করে তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।

চুয়াডাঙ্গা পৌর জামায়াতের সাবেক আমির ও জামায়াত নেতা মফিজুর রহমান জানান, আটক চারজনই জামায়াতে ইসলামীর নেতাকর্মী।

Show More

আরো সংবাদ...

Back to top button