
উইনস্টেইনকে ছেড়ে যাচ্ছেন তার স্ত্রী
ঢাকা, ১২ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):
হলিউডের প্রযোজক হার্ভে উইনস্টেইনকে ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তার স্ত্রী জর্জিয়া চ্যাপম্যান। উইনস্টেইনের বিরুদ্ধে দুই নারীকে ধর্ষন এবং আরো বেশ কয়েকজনকে যৌন হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে। চলচ্চিত্র শিল্পের পাশাপাশি যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গন থেকেও উইনস্টেইনের এই কেলেংকারির নিন্দা জানানো হচ্ছে।
৬৫ বছর বয়সী প্রভাবশালী এই চলচ্চিত্র প্রযোজকের বিরুদ্ধে মঙ্গলবার নিউইয়র্কার পত্রিকায় ধর্ষন ও যৌন হয়রানির অভিযোগ প্রকাশিত হয়। তবে তার মুখপাত্র স্যালি হোফমিস্টার এক বিবৃতিতে উইনস্টেইনের বরুদ্ধে আনা সব অভিযোগ প্রত্যাখান করেন। এরই মধ্যে উইনস্টেইনের স্ত্রী ব্রিটিশ ফ্যাশন ডিজাইনার জর্জিনা চ্যাপম্যান জনপ্রিয় বিনোদন ম্যাগাজিন পিপলকে বলেন, তিনি উইনস্টেইনকে ছেড়ে যাচ্ছেন।
এদিকে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা এবং সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন অস্কার বিজয়ী এই প্রযোজকের কঠোর নিন্দা করেছেন। প্রসঙ্গত, উইনস্টেইন ডেমোক্রেট দলের অন্যতম অর্থ যোগানদাতা। এএফপি ও বিবিসি।