রাজনীতি

জামায়া‌তের হরতা‌লে বিএন‌পির সমর্থন

ঢাকা, ১২ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):

জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের গ্রেপ্তারের প্রতিবা‌দে দল‌টির ডাকা হরতালে সমর্থন জা‌নি‌য়েছে তা‌দের শ‌রিক ও রাজ‌নৈ‌তিক মিত্র বিএনপি।

বৃহস্পতিবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা জানান।

তি‌নি বলেন, ‘সরকার বিরোধী দলের ওপর ক্র্যাকডাউন চালাচ্ছে। ভয়-ভীতি ও শঙ্কা সারা দেশে ছড়িয়ে তারা একক রাজত্ব কায়েম করতে চাচ্ছে। আন্দোলন নেই, নির্বাচন নেই, নেই কোনো কর্মসূচি, তারপরও বিএনপিসহ বিরোধীদলের নেতা-কর্মীদের গ্রেপ্তার করছে। রিমান্ডের নামে নির্যাতন করছে।’

রিজভী বলেন, ‘একমাত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করতে উঠেপড়ে লেগেছে সরকার। নির্বাচন ও গণতান্ত্রিক ব্যবস্থা ভেঙে ফেলা হয়েছে। আগে নির্বাচন হতো জনগণের ইচ্ছায় নির্বাচন কাঠামো অনুসরণ করে। আর এখন তারা চাচ্ছে নির্বাচন হবে তাদের একক ইচ্ছায়।’

সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নেতা খায়রুল কবির খোকন, সানা উল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদার, মুনির হোসেন, আমিনুল ইসলাম প্রমুখ উপ‌স্থিত ছি‌লেন।

Show More

আরো সংবাদ...

Back to top button