জেলার সংবাদ

জামালপুরে শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

ঢাকা, ১২ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):

জামালপুরে শিশু ধর্ষণের প্রতিবাদে ও ধর্ষণকারী বখাটে জাহিদের বিচার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে জামালপুর রেলগেইটে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

পুলিশ ও শিশুটির পারিবারিক সূত্র জানায়, গত শনিবার রাতে জামালপুর জেলা শহরের গেইটপাড় এলাকার এক ভিক্ষুক পরিবারের শিশুকন্যা ধর্ষণের শিকার হয়। স্থানীয় বখাটে জাহিদ তাকে ফুঁসলিয়ে জামালপুর রেলওয়ে উচ্চ বিদ্যালয়ে নিয়ে ধর্ষণ করে ফেলে রেখে পালিয়ে যায়। রাতেই তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পাঁচ দিন চিকিৎসা শেষে শিশুটি বুধবার তার বাসায় ফেরে। ঘটনার রাতেই স্থানীয় বিক্ষুব্ধ জনতা জাহিদকে আটক করে পুলিশে দেয়। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে কিশোর জাহিদকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে জামালপুর সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। আটক  জাহিদকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

জামালপুর উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিম জানান, উন্নয়ন সংঘের আইনের সংস্পর্শে ও সংঘাতে আসা শিশুদের সুরক্ষা প্রকল্পের আওতায় ধর্ষিত শিশুটি যাতে সঠিক বিচার পায় তার জন্য সবরকম আইনি সহায়তা দেওয়া হচ্ছে।

জামালপুর শহরের গেইটপাড় এলাকার ধর্ষিত সাড়ে সাত বছরের শিশুটি পাঁচ দিন চিকিৎসা শেষে বুধবার বাসায় ফিরেছে।

ধর্ষণকারী বখাটে কিশোর জাহিদের শাস্তির দাবিতে বৃহস্পতিবার সকালে রেলগেইটে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। জামালপুরের প্রতিবন্ধী সেবা সংস্থা এ মানববন্ধনের আয়োজন করে। স্থানীয় বিপুল সংখ্যক মানুষ মানববন্ধনে অংশ নেন। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন প্রতিবন্ধী সেবা সংস্থার সভাপতি আমজাদ আলী, জামালপুর পৌরসভার সাবেক কমিশনার আবুল হাশেম, ময়মনসিংহ বিভাগীয় শ্রমিক ফেডারেশনের সহসাধারণ সম্পাদক সাদিকুর রহমান হীরা প্রমুখ।

 

Show More

আরো সংবাদ...

Back to top button