
খেলাধুলা
এখনো কুতিনহোকে দলে নিতে আশাবাদী বার্সা
ঢাকা, ১২ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):
লিভারপুলের ফিলিপ কুতিনহোর জন্য আবারো জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে নতুন করে বিড করার পরিকল্পনা করছে বার্সেলোনা। কাতালান ক্লাবটির প্রধান নির্বাহী অস্কার গ্রাও এই ইঙ্গিত দিয়েছেন।
গ্রীষ্মকালীন দলবদলের সময় তারকা এই মিডফিল্ডারের জন্য লিভারপুলকে ২০০ মিলিয়ন ইউরো প্রস্তাব করেই ব্যর্থ হয়েছিল বার্সেলোনা। বিভিন্ন গণমাধ্যম সূত্রে এই তথ্য জানা গেছে।
যদিও কুতিনহোর আগ্রহ ছিল বার্সেলোনার প্রতি। কিন্তু ট্রান্সফার উইন্ডোর শেষের দিকে বার্সেলোনার কাছ থেকে প্রস্তাব আসায় তাতে সাড়া দেয়নি অ্যানফিল্ড। কিন্তু বার্সার প্রধান নির্বাহী জানিয়েছেন এখনো তারা আশা ছেড়ে দেননি।