আন্তর্জাতিক

ক্রমেই ট্রাম্পের সঙ্গে পুতিনের দূরত্ব বাড়ছে

ঢাকা, ১৩ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):

আবার সংঘাতের পথ প্রশস্ত করল রাশিয়া-আমেরিকা। ট্রাম্প প্রশাসনের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের দূরত্ব বাড়িয়ে আরও একটি সিদ্ধান্ত পুতিন সরকার।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানানো হয়েছে, রাশিয়ায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের সংখ্যা ৩০০ কিংবা তার চেয়েও কমিয়ে আনতে চাইছে মস্কো।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা বিষয়ক বিভাগের প্রধান গিওর্গি বরিসেংকো রাশিয়ার একটি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে এমটাই জানিয়েছেন তিনি। আমেরিকার স্যান ফ্রান্সিসকো শহরের রুশ বিদেশ দপ্তর বন্ধ করে দেওয়ার পর মস্কোর পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত জানুয়ারি মাসে রাশিয়ার অন্তত ৩৫ জন রাষ্ট্রদূতকে বহিষ্কার করে মার্কিন প্রশাসন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরও বেশ কিছু রাষ্ট্রদূতকে ফেরত না নেওয়ায় মস্কো পাল্টা পদক্ষেপ হিসেবে ৬০ ভাগ মার্কিন রাষ্ট্রদূতকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়। এতে রাশিয়ায় নিযুক্ত রাষ্ট্রদূতের সংখ্যা নেমে এসেছে ৪৫৫ জনে। আমেরিকাতেও রুশ রাষ্ট্রদূতের ৪৫৫।

Show More

আরো সংবাদ...

Back to top button