
বাংলাদেশ নয়; বিশ্বকাপ বাছাইপর্ব জিম্বাবুয়েতে
ঢাকা, ১৩ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):
২০১৯ ক্রিকেট বিশ্বকাপের বাছাইপর্ব বাংলাদেশের পরিবর্তে অনুষ্ঠিত হবে জিম্বাবুয়েতে। আগামী বছর মার্চে বাছাইপর্বের লড়াই জিম্বাবুয়েতে অনুষ্ঠিত হবে বলে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) পক্ষ থেকে আজ জানানো হয়েছে।
অকল্যান্ডে অনুষ্ঠিত আইসিসি বোর্ড সভায় আফ্রিকান দেশটিকে আয়োজক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।
প্রাথমিকভাবে ইভেন্টটি বাংলাদেশে হওয়ার কথা ছিল। কিন্তু বাংলাদেশ বিশ্ব র্যাংকিং অনুসারে ইতোমধ্যেই বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করায় ইভেন্টটি জিম্বাবুয়েতে সরিয়ে নিয়েছে আইসিসি। আয়ারল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত এবং স্কটল্যান্ডও বাছাইপর্ব আয়োজন করতে চেয়েছিল। তবে গত আগস্টে আইসিসি চেয়ারম্যান শশাংক মনোহর জিম্বাবুয়ে সফরকালে সেখানে আয়োজনের প্রতিশ্রুতি দেন।
বাছাইপর্বে দুই গ্রুপের শীর্ষ দুটিসহ মোট ১০টি দল নিয়ে ২০১৯ বিশ্বকাপ ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে। জিম্বাবুয়ের জন্য সুখবর হচ্ছে বিশ্বের অন্যতম তারকা ক্রিকেটার ক্রিস গেইল, সুনিল নারাইন খেলতে পারে তাদের মাটিতে। কেননা, ওয়েস্ট ইন্ডিজ সরাসরি বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জনে ব্যর্থ হওয়ায় তাদের এখন বাছাইপর্ব খেলতে হবে!