আন্তর্জাতিক

ইরানের সঙ্গে পারমাণবিক শান্তি চুক্তি নবায়ন করবেন না ট্রাম্প

ঢাকা, ১৪ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):

ইরানের বিরুদ্ধে চুক্তি ভঙ্গ এবং সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেয়ার অভিযোগ এনে দেশটির সঙ্গে সই করা পারমাণবিক শান্তি চুক্তি নবায়ন করতে অস্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার এক বিবৃতিতে ট্রাম্প এসব বলেন।
এর আগে, ২০১৫ সালে যুক্তরাষ্ট্রসহ ৬ দেশের সঙ্গে এই ধরণের চুক্তি করে ইরান। ট্রাম্প বলেন, এ বিষয়ে মার্কিন কংগ্রেসে আলোচনা করা হবে এবং চুক্তিতে পরিবর্তনের পন্থা নিয়ে যুক্তরাষ্ট্র তার বন্ধু দেশগুলোর পরামর্শ নেবে। এছাড়া তিনি হুঁশিয়ারিও দেন, কোনোভাবেই ইরানকে পারমাণবিক অস্ত্র বানাতে দেয়া হবে না।
তবে ট্রাম্পের সঙ্গে একমত নয় বিশ্বনেতারা। ইরানের নেতা হাসান রুহানি বলেছেন, যুক্তরাষ্ট্র একতরফাভাবে চুক্তি পরিবর্তন করতে পারে না। এই চুক্তির পক্ষে অবস্থান নিয়ে বিবৃতি দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে, জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। বিবিসি।
Show More

আরো সংবাদ...

Back to top button