আন্তর্জাতিক

কনের বাবার শর্ত শুনেই বিয়ে ভাঙল বর

ঢাকা, ১৪ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):

সৌদি আরবের ধনী লোকজনের কাছে কোনো জিনিসের যেমন অভাব নেই, তেমনি অভাব নেই নিষেধাজ্ঞারও। বিশেষ করে নারীদের ক্ষেত্রে নিয়ন্ত্রণ অনেক বেশি।

সারা বিশ্বেই নারীদের যে অধিকার রয়েছে, তা সৌদি আরবের নারীরা সম্ভবত স্বপ্নেও ভাবতে পারেন না।

এরই মধ্যে কিন্তু নিয়মে কিছু কিছু ক্ষেত্রে বদল হচ্ছে। সম্প্রতিই সৌদি আরবে নারীদের গাড়ি চালানোর অনুমতি দেওয়া হয়েছে। ২০১৮-র ২৪ জুন থেকে এই অনুমতি কার্যকর হবে।

এবার এই গাড়ি চালানো নিয়েই ভেঙে গেল বিয়ে। সৌদি আরবের এক কনের বাবা বলেছিলেন যে, নিষেধাজ্ঞা উঠলে তাঁর মেয়ে গাড়ি চালাবে। কিন্তু এই শর্ত মানতে একেবারেই নারাজ বর। কারণ, আগেই কনের বাবার দুটি শর্তে সায় দিয়েছিলেন বর। ওই দুটি শর্ত হলো, বর কনেকে ৪০ হাজার রিয়াল পণ দেবেন।

দ্বিতীয় শর্ত হলো, বিয়ের পরও কনে চাকরি করবেন।

জানা গেছে, বিয়ের আসরে কনের বাবা নতুন শর্তের কথা বলেন। এতে আর রাজি হননি বর। বিয়ে ভেঙে দেন তিনি। সূত্র: ইন্টারনেট

Show More

আরো সংবাদ...

Back to top button