খেলাধুলা

ইমতিয়াজের টানা দ্বিতীয় সেঞ্চুরি

ঢাকা, ১৪ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):

১৯তম ওয়ালটন জাতীয় ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ডের দ্বিতীয় স্তরের ম্যাচে টানা দ্বিতীয় সেঞ্চুরির স্বাদ নিলেন সিলেট বিভাগে ওপেনার ও অধিনায়ক ইমতিয়াজ হোসেন। তার ১৩২ রানের সুবাদে ঢাকা মেট্রোর বিপক্ষে প্রথম দিন শেষে ৯০ ওভারে ৪ উইকেটে ২৪১ রান করেছে সিলেট বিভাগ।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেয় সিলেট। শুরুটা ভালো হয়নি তাদের। এমনকি পরবর্তীতেও বড় কোন জুটি গড়তে পারেনি সিলেটের ব্যাটসম্যানরা। তবে একপ্রান্ত আগলে দলকে একাই সামনের দিকে টেনে নিয়ে গেছেন ইমতিয়াজ।
আগের ম্যাচে বগুড়ায় রাজশাহী বিভাগের বিপক্ষে ১০৮ রান করা ইমতিয়াজ এবারও তিন অংকে পা রাখেন। সেঞ্চুরির পরও নিজের ইনিংসকে বড় করছিলেন তিনি। কিন্তু ১৩২ রানে গিয়ে থেমে যান ইমতিয়াজ। ১৭টি চারের সহায়তায় ২১৭ বল মোকাবেলা করে এই ইনিংসটি সাজান তিনি। দলীয় ১৯৮ রানে দলের পঞ্চম ব্যাটসম্যান হিসেবে আউট হন ইমতিয়াজ।
ইমতিয়াজের পর দ্বিতীয় সর্বোচ্চ ৪২ রান আসে রাজিন সালেহের ব্যাট থেকে। এছাড়া ২৭ রান নিয়ে অপরাজিত আছেন ইজাজ আহমেদ। ঢাকা মেট্রোর সৈকত আলি-নিহাদুজ্জামান-শরিফুল্লাহ ২টি করে উইকেট নেন। বাসস।
Show More

আরো সংবাদ...

Back to top button