জেলার সংবাদ

পঞ্চগড়ে বৃদ্ধা মাকে লাঠি দিয়ে পিটিয়ে আহত

ঢাকা, ১৪ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):

মায়ের ভিটে-বাড়ির শেষ সম্বল তিন শতক জমি নিজের করে নিতে না পেরে বৃদ্ধা মাকে লাঠি দিয়ে পিটিয়ে রক্তাক্ত করেছে এক পাষণ্ড ছেলে। গুরুতর আহত ওই মা এখন যন্ত্রণায় কাতরাচ্ছেন হাসপাতালের বেডে। পঞ্চগড়ের বোদা উপজেলার সুতার পাড়া গ্রামে বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে ।
শুক্রবার গণমাধ্যম কর্মীদের কাছে খবর পেয়ে জেলা প্রশাসক অমল কৃষ্ণ মণ্ডল হাসপাতলে ওই বৃদ্ধা মাকে দেখতে যান এবং আইগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ সুপারকে অবহিত করেন। পরে বোদা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
সরেজমিনে গিয়ে জানা যায়, সুতারপাড়া এলাকার শরিফন (৭০) নামের ওই বৃদ্ধা তার বৃদ্ধ স্বামী আব্দুর রাজ্জাকসহ অনেক কষ্টে দিনাতিপাত করেন। দুই ছেলে ও দুই মেয়ে সবারই বিয়ে দিয়েছেন শরিফন। মেয়ে-জামাইদের সহযোগীতায় ও অন্যের বাড়িতে কাজ-কর্ম করে নিজেই সংসার চালান ওই বৃদ্ধা। বড় ছেলে আশরাফুল বিয়ে করে অন্যত্র বাড়ি করেছেন। নিজের তিন শতক ভিটে মাটিতে ছোট ছেলে আইজুলসহ এক সাথে বাস করলেও স্বামীকে নিয়ে আলাদা খান ওই বৃদ্ধা।  ছেলের সুখের জন্য আড়াই বিঘা জমিও দিয়েছেন আইজুলকে। তারপরও ছোট ছেলের কাছে ভালো হতে পারেননি বৃদ্ধা মা। অবশেষে মায়ের নামে থাকা  তিন শতক জমির মধ্যে দুই শতক নিজের করে নিতে পর্চা কেটে নিয়েছেন আইজুল ইসলাম। এ নিয়ে গত কয়েকদিন ধরেই ঝগড়া হচ্ছিল মা-ছেলে এবং বৌমা ইতির সাথে। অবশেষে  বৃহস্পতিবার দুপুরে মায়ের সাথে কথাকাটাকাটির এক পর্যায়ে  মাকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে আইজুল।
জেলা প্রশাসক অমল কৃষ্ণ মণ্ডল বলেন, ‘আমি খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে পুলিশ প্রশাসনকে অবহিত করি এবং আমি নিজেও হাসপাতলে গিয়ে বৃদ্ধা মায়ের খোঁজ-খবর নিয়ে আসি। এছাড়া তার চিকিৎসার যাবতীয় ব্যবস্থা গ্রহণের জন্য বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসারকে নির্দেশ দিয়েছি।’
Show More

আরো সংবাদ...

Back to top button