
খুঁটিতে বেঁধে পায়ের রগ কর্তন, হাতুড়ি পেটা
ঢাকা, ১৪ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):
ফরিদপুর সদর উপজেলায় রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজছাত্রের পায়ের রগ কেটে এবং হাতুড়ি দিয়ে পিটিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার রাতে উপজেলার শোভারামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
শনিবার সকালে শিমুলের মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
নিহত ইসাহাক মিয়া শিমুল শহরের পশ্চিম খাবাসপুর এলাকার ইসাহাক মিয়ার ছেলে ও রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র।
এলাকাবাসী জানায়, শিমুল শুক্রবার বিকালে এক বন্ধুর বাড়ি শোভারামপুর গ্রামে খেলতে যায়। ওই সময় কয়েকজন দুর্বৃত্ত শিমুলের পায়ের রোগ কেটে এবং হাতুড়ি দিয়ে পিটিয়ে বিদ্যুতের একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখে। পরে স্থানীয়রা বিষয়টি দেখে পুলিশে খবর দেয়।
পুলিশ এসে শিমুলকে উদ্ধার করে হাসপাতালে নেবার পথে তার মৃত্যু হয়।
সদর থানার ওসি নাজিমউদ্দিন আহমেদ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
তবে কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে তা জানা যায়নি। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।