খেলাধুলা

প্রথম ওয়ানডেতে পাকিস্তানের জয়

ঢাকা, ১৪ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):

বাবর আজমের সেঞ্চুরি ও শোয়েব মালিকের বিধ্বংসী ইনিংসে সিরিজের প্রথম ওয়ানডেতে সফরকারী শ্রীলঙ্কাকে ৮৩ রানে হারালো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী পাকিস্তান। এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো পাকিস্তান।
দুবাইয়ে গতরাতে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বাবরের ১০৩ ও মালিকের ৮১ রানের কল্যাণে ৬ উইকেটে ২৯২ রান করে পাকিস্তান। জবাবে ৮ উইকেটে ২০৯ রান করতে সক্ষম হয় শ্রীলংকা। ম্যাচের সেরা হয়েছেন পাকিস্তানের মালিক।
দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে হেরে ওয়ানডে সিরিজ শুরু করে পাকিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফির পর এই প্রথম ওয়ানডে ম্যাচ শুরু করে টস হেরে প্রথমে ব্যাট করার সুযোগ পায় তারা। শুরুটা ভালো না হলেও, বাবর-মালিকের সাথে ওপেনার ফখর জামানের ব্যাটিং-এ শেষ পর্যন্ত বড় সংগ্রহ পায় পাকিস্তান।
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের সেঞ্চুরিয়ান জামান ৪৫ বলে ৪৩ রান করেন। তিন নম্বরে নেমে ওয়ানডে ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরির স্বাদ নেন বাবর। চতুর্থ উইকেটে মালিকের সাথে ১৩৯ রান করেন বাবর। এজন্য দু’জনে খেলেছেন ১১৪ বল। বাবরের চেয়ে মারমুখী মেজাজে ছিলেন মালিক। ওয়ানডে ক্যারিয়ারের ৪০তম হাফ-সেঞ্চুরির স্বাদ নিয়ে ৬১ বলে ৮১ রান করেন তিনি। তার ইনিংসে ৫টি চার ও ২টি ছক্কা ছিলো। শ্রীলংকার পক্ষে পেসার সুরাঙ্গা লাকমল ২ উইকেট নেন।
জয়ের জন্য ২৯৩ রানের লক্ষ্যে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা। একমাত্র লাহিরু থিরিমান্নেই লড়াই করার চেষ্টা করেছেন। তার চেষ্টা বিফলে যায় উপরের সারির ব্যাটসম্যানরা বড় ইনিংস খেলতে না পারায়। ফলে ১৩২ রানেই সপ্তম উইকেট হারিয়ে ম্যাচ হার নিশ্চিত করে ফেলে শ্রীলঙ্কা। এমন অবস্থায় বড় হারের অপেক্ষা করছিলো লঙ্কানদের জন্য।
কিন্তু শেষ দিকে আকিলা ধনানঞ্জয়ার ক্যারিয়ারের প্রথম হাফ-সেঞ্চুরি ও জেফরি ভান্দারসের ব্যাটিং দৃঢ়তায় বড় হারের মুখ থেকে রক্ষা পায় শ্রীলংকা। ধনানঞ্জয়া অপরাজিত ৫০ ও ভান্দারসে ২৫ রান করেন। এই জুটির কল্যানে দলীয় স্কোর ২শ পেরিয়ে যায় লঙ্কানদের।
আগামী ১৬ অক্টোবর আবুধাবিতে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে।
সংক্ষিপ্ত স্কোর :
পাকিস্তান : ২৯২/৬, ৫০ ওভার (বাবর ১০৩, মালিক ৮১, লাকমল ২/৪৭)।
শ্রীলঙ্কা : ২০৯/৮, ৫০ ওভার (থিরিমান্নে ৫৩, ধনানঞ্জয়া ৫০*, হাসান ৩/৩৬)।
ফল : পাকিস্তান ৮৩ রানে জয়ী।
সিরিজ : পাঁচ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল পাকিস্তান।
Show More

আরো সংবাদ...

Back to top button