
রাজধানীতে আজ থেকে ভোটার নিবন্ধন শুরু
ঢাকা, ১৪ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):
ঢাকা মহানগরীতে নতুন ভোটার করার লক্ষ্যে আজ থেকে ছবি তোলা, আঙ্গুলের ছাপ নেয়া এবং নিবন্ধন (ডাটা এন্ট্রি) কার্যক্রম শুরু হচ্ছে।
ইতিমধ্যে ভোটার হওয়ার যোগ্য যেসব নাগরিকের তথ্য সংগ্রহ করা হয়েছিল তাদের নির্ধারিত তারিখে নির্দিষ্ট কেন্দ্রে গিয়ে এসব কার্যক্রম শেষ করার অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
এছাড়া যাদের তথ্য সংগ্রহ করা হয়নি, তারাও এসব নিবন্ধন কেন্দ্রে গিয়ে ভোটার হতে পারবেন। প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা আজ সকাল ৯টায় বেইলি রোডে সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্রে ভোটার নিবন্ধনের কার্যক্রম পরিদর্শন করবেন।
এছাড়া অন্য কমিশনাররা বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করবেন। ইসির জনসংযোগ দফতর সূত্র এ তথ্য জানিয়েছে। যেসব নাগরিকের জন্ম ১ জানুয়ারি ২০০০ সাল বা তার আগে অর্থাৎ আগামী ১ জানুয়ারি যাদের বয়স ১৮ বছর বা তার বেশি হবে, তারা এবার ভোটার হতে পারবেন।
ভোটার হতে হলে ১৭ ডিজিটের জন্মনিবন্ধন সার্টিফিকেটের কপি, এসএসসি বা সমমানের পরীক্ষার সার্টিফিকেটের ফটোকপি (প্রযোজ্য ক্ষেত্রে), ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান /পৌরসভা ও সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলরের কাছ থেকে নাগরিকত্বের সনদপত্র, পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, ঠিকানা প্রমাণের সপক্ষে বাসা/বাড়ির ট্যাক্স প্রদানের রশিদ/ চৌকিদারের রশিদ/ যেকোনো ইউটিলিটি বিলের কপি/জমির দলিলের ফটোকপি নিয়ে যেতে হবে।
ঢাকা মহানগরী ও এর আওতাধীন এলাকাগুলোর ভোটার নিবন্ধনের সময়সূচি নির্বাচন কমিশনের ওয়েবসাইট িি.িবপং.মড়া.নফ তে পাওয়া যাবে। এছাড়া হটলাইন ১০৫ নম্বরে ফোন করেও জানা যাবে।