রাজনীতি

বিচার বিভাগ একেবারেই স্বাধীন থাকল না : মির্জা ফখরুল

ঢাকা, ১৪ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধান বিচারপতির বিবৃতির মধ্যে সত্য কথাগুলোই বেরিয়ে আসছে, তিনি সত্য কথাগুলোই বলে দিয়েছেন। তিনি বলেছেন, সরকারকে ভুল বোঝানো হয়েছে। কারা ভুল বোঝাচ্ছেন এবং ছুটি নিতে কারা তাকে বাধ্য করছে। বিচার বিভাগে সরকার সরাসরি হস্তক্ষেপ করছে। বিচার বিভাগ এখন আর একেবারেই স্বাধীন থাকল না। প্রধান বিচারপতি সুরন্দ্রে কুমার (এস কে) সিনহা বলেছেন, ‘সরকার উচ্চ আদালতে হস্তক্ষেপ করছে’-এমন বক্তব্যে বিএনপির আশঙ্কাই সত্য প্রমাণ হয়েছে। ফখরুল বলেন, প্রমাণিত হয়ে গেল প্রধান বিচারপতি অসুস্থ ছিলেন না, তিনি সুস্থ ছিলেন। প্রমাণিত হয়ে গেল তাকে ছুটি নিতে বাধ্য করা হয়েছে।
শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, প্রধান বিচারপতির সঙ্গে সরকার যে আচরণ করছে তা খারাপ হয়েছে। এটা দেশ ও জাতির জন্য খারাপ হয়েছে। আমরা যে বলেছিলাম সরকার পুরোপুরিভাবে দেউলিয়া হয়ে গেছে, একটা রাষ্ট্রের গণতান্ত্রিক প্রতিষ্ঠান তাকে ধ্বংস করে ফেলা হয়েছে। বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ন হলো, মানুষের শেষ আশ্রয়স্থল শেষ হয়ে গেল, আস্থা চলে গেল।
তিনি বলেন, কোন পরিপেক্ষিতে প্রধান বিচারপতিকে বিদেশে যেতে হলো। ষোড়শ সংশোধনীর রায়ের পর প্রধান বিচারপতিকে নিয়ে আইনমন্ত্রীসহ সরকারের মন্ত্রীরা যে সমস্ত বক্তব্য দিয়েছেন তা অসাংবিধানিক। এটা তিনি (এস কে সিনহা) নিজেই বলেছেন।
বিএনপি মহসচিব বলেন, প্রধান বিচারপতির গতকালের বক্তব্য ও বিবৃতিতেই পরিষ্কার হয়েছে গেছে, আমরা যে কথাগুলো বলে আসছিলাম সেটাই সর্বাত্মক সত্য। তিনি সুস্থ আছেন। কিন্তু তাকে অসুস্থ আছেন এই বলে ছুটিতে পাঠানো হয়েছে। বিচার বিভাগের সর্বোচ্চ ব্যক্তিকে সরকারের মন্ত্রীরা যেসব অশ্রাব্য ভাষায় আক্রমণ করেছেন তা কোনো সভ্য সমাজে কেউ কল্পনাও করতে পারে না।

Show More

আরো সংবাদ...

Back to top button