জেলার সংবাদ

মির্জাপুরে জামুর্কি সাব পোস্ট অফিসের করুণ দশা

ঢাকা, ১৫ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার জামুর্কি ইউনিয়নের জামুর্কি সাব পোস্ট অফিসের পরিত্যক্ত ভবনের ওপরে ও নিচে পলিথিন বিছিয়ে চলছে ডাক সেবার কার্যক্রম। যুগ যুগ ধরে ভবনটির মেরামত না হওয়ায় ডাক ঘরের এখন করুণ দশা। ঝুঁকিপূর্ণ ভবনটি ভেঙে পড়ে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে অভিযোগ করেছেন কর্মকর্তা-কর্মচারীগণ। জীবনবাজি রেখে কর্মকর্তা-কর্মচারীরা ঝুঁকিপূর্ণ ভবনে বসেই দাপ্তরিক কাজ করে যাচ্ছেন। শনিবার জামুর্কি ডাক ঘরে গিয়ে দেখা গেছে খুবই করুণ অবস্থা।

জামুর্কি সাব পোস্ট অফিসের পোস্ট মাস্টার মোঃ আব্দুল মোমেন জানান, প্রায় ৩০ বছর ধরে ভবনটির বেহাল ও করুণ অবস্থা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা গ্রহণ করছেন না।

এদিকে মির্জাপুরে অপর পাঁচটি সাব পোস্ট অফিসসহ উপজেলার মহেড়া, বানাইল, আনাইতারা, ওয়ার্শি, ভাদগ্রাম, ভাওড়া, বহুরিয়া, গোড়াই, লতিফপুর, তরফপুর, আজাগানা ও বাঁশতৈল ইউনিয়নের পোস্ট অফিসগুলোর একই করুণ ও বেহাল অবস্থা বলে অভিযোগ পাওয়া গেছে।

এদিকে সরকার বিপুল পরিমান রাজস্ব পেলেও পোস্ট অফিসটি এখন মরণ দশায় পরিণত হয়েছে। ভবনটি দীর্ঘ দিন ধরে কোনো সংস্কার না হওয়ায় ছাদের ওপর ও নিচ দিয়ে পানি পরে পলেস্তারা খসে পড়ছে। পলেস্টার খসে পরায় রড বের হয়ে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এই ঝুঁকিপূর্ণ অবস্থাই কার্যক্রম চলছে।

টাঙ্গাইল জেলা ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল গাজী সাহেদ আনোয়ার বলেন, জামুর্কি সাব পোস্ট অফিসের নতুন ভবন নির্মাণের জন্য ডাক অধিদপ্তর (প্রকল্প) উদ্যোগ নিয়েছেন। কিছু দিনের মধ্যে ভবন নির্মাণের জন্য দরপত্র আহ্বান করা হবে।

Show More

আরো সংবাদ...

Back to top button