খেলাধুলা

প্রথম ওয়ানডে থেকে ছিটকে পড়লেন মুস্তাফিজ

ঢাকা, ১৫ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):

গোড়ালির ইনজুরির কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডে থেকে ছিটকে পড়েছেন পেসার মুস্তাফিজুর রহমান। শনিবার অনুশীলনের সময় চোট পান তিনি। আজ রবিবার কিম্বার্লিতে তাই প্রথম ওয়ানডেতে মাঠে দেখা যাবে না। বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বিষয়টি নিশ্চিত করেছেন।
পুরো সিরিজ থেকেও ছিটকে পড়তে পারেন মুস্তাফিজ। এ বিষয়ে মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘আমরা এখনো বলতে পারছি না, যে তাকে পুরো সিরিজে বিশ্রামে থাকতে হবে কি না। কেপটাউনে যাওয়ার পর এ বিষয়ে জানা যাবে। কারণ এখনো তার স্ক্যান করানো হয়নি।
Show More

আরো সংবাদ...

Back to top button