জেলার সংবাদ

কালিহাতীতে শত বছরের কবরস্থান নদী ভাঙনে বিলীন

ঢাকা, ১৫ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):

কালিহাতী উপজেলার হিন্নাইপাড়া ও ফটিকজানীর শত বছরের পুরনো কবরস্থানের ২০ শতাংশ জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। পৌলী নদী ভাঙনে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সেতু ও পূর্বপাশের পৌলী রেলসেতু হুমকির মুখে রয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, গতকাল শনিবার ভোরে ভাঙনে কালিহাতী উপজেলার পৌলী বাজার সংলগ্ন হিন্নাপাড়া ফটিকজানী কবরস্থানের প্রায় দুইশ মিটার জায়গা পৌলী নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙনের খবর শুনেই ঘটনাস্থলে ছুটে আসেন এলেঙ্গা পৌরসভার মেয়র শাফি খান ও কাউন্সিলর আবুল কাশেম।

পৌলী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোখলেছ আলী, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ ও বিশিষ্ট ব্যবসায়ী আলাউদ্দিন বলেন, শনিবার ভোর সকাল থেকে ভাঙন শুরু হয়। ফলে পৌলী রেলসেতু মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। গত ২০ আগস্ট নদীর পানির প্রবল স্রোতে পৌলী রেলসেতুর মাটি ধসে যায়। এতে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়। হাজার হাজার যাত্রীর চরম দুর্ভোগ পোহাতে হয়।

স্থানীয়রা জানান, সারাদেশের সঙ্গে উত্তর ও পশ্চিমাঞ্চলের সড়ক-রেল যোগাযোগ স্থাপিত হয়েছে। পৌলী রেলসেতু ও ঢাকা-বঙ্গবন্ধু মহাসড়কে কোটি টাকা ব্যয়ে সেতু নির্মিত হয়েছে। সেতুর সঙ্গে রয়েছে গ্যাস সংযোগ। বছরের পর বছর সেতু ঘেঁষেই পৌলী নদীতে বালু উত্তোলনের কারণে নদীর তলদেশের মাটি সরে গিয়ে দেখা দিয়েছে এ ভাঙন। ফলে প্রচণ্ড হুমকির মুখে পড়েছে রেলসেতু ও মহাসড়কের সেতু।

এলেঙ্গার পৌর মেয়র শাফি খান জানান, বিষয়টি একাধিকবার জানানো হয়েছিল স্থানীয় প্রশাসনকে। পৌলী নদীতে অপরিকল্পিতভাবে নদী খনন ও বালু উত্তোলনে এ ভাঙন দেখা দিয়েছে।

Show More

আরো সংবাদ...

Back to top button