জেলার সংবাদ

বেনাপোলে অর্ধশত রোহিঙ্গাকে বাংলাদেশে পুশ ইন করার চেষ্টা

ঢাকা, ১৫ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):

বেনাপোলের পুটখালি সীমান্তের ওপারে অর্ধশত রহিংগা নারী শিশুকে বাংলাদেশে পুশ ইন করার চেষ্টা চালাচ্ছে বিএসএফ।

শনিবার সকাল থেকে রোহিঙ্গারা ভারতীয় আংরাইল ক্যাম্পের বিএসএফ তাদেরকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করছেন।

তবে এপারের

বিজিবির বাধার কারণে বিএসএফ’র রোহিঙ্গা অনুপ্রবেশ চেষ্টা ব্যর্থ হয়েছে শেষ পর্যন্ত। রোহিঙ্গাদের রাতের আঁধারে বাংলাদেশে পুশ ইন করার জন্য পুটখালি সীমান্তের ওপারে ভারতের আংরাইল সীমান্তবর্তী জংগল গুলোতে নুতন করে জড়ো করা হচ্ছে। বিএসএফ’র এ ধরনের অপতৎপরতার কারণে বিজিবির সংখ্যাও বৃদ্ধি করা হয়েছে। গত ২দিন ধরে সীমান্ত এলাকায় জঙ্গলের মধ্যে অমানবিক দিন কাটাচ্ছেন রোহিঙ্গা নারী শিশুরা।

বিজিবি ও স্থানীয়রা জানান, গত ২দিন ধরে সীমান্তের ইছামতি নদীর ওপারে এনে জড়ো করা হয়েছে শতশত রোহিঙ্গাদের। বিএসএফ তাদের বাংলাদেশে কয়েক দফা পুশ ইনের চেষ্টা করলেও বিজিবির কড়া টহলের কারণে আসতে পারেনি রোহিঙ্গারা।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল তারিকুল হাকিম এ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সীমান্ত এলাকায় পূর্বের তুলনায় টহল ব্যবস্তা জোরদার করা হয়েছে। সর্বোচ্ছ সতর্কতাবস্থায় রাখা হয়েছে বিজিবিকে।

 

Show More

আরো সংবাদ...

Back to top button