
জেলার সংবাদ
খুলনা-বেনাপোল রুটে কমিউটার ট্রেন লাইনচ্যুত
ঢাকা, ১৫ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):
খুলনা-বেনাপোল রুটে চলাচলকারী কমিউটার ট্রেনের একটি বগি শার্শার শ্যামলাগাছিতে লাইনচ্যুত হয়েছে।
এ ঘটনার পর রবিবার সকাল সাড়ে ৯টা থেকে খুলনার সঙ্গে বেনাপোলের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বেনাপোল স্টেশনের মাস্টার সাহিদুর রহমান জানান, বেনাপোল থেকে ছেড়ে আসা কমিউটার ট্রেনটি খুলনার উদ্দেশে রওনা হয়। শার্শার শ্যামলাগাছিতে পৌঁছালে ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
বিকেল চারটার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত খুলনা-বেনাপোল রুটে ট্রেন যোগাযোগ বন্ধ ছিল।