জেলার সংবাদ

বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস গোপালগঞ্জে পালিত

ঢাকা, ১৫ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):

গোপালগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাদাছড়ির নিশ্চিত ব্যবহার, এ দিবসের অঙ্গীকারের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার।

জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক সমীর কুমার মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, অতিরিক্ত পুলিশ সুপার আমীনুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাহাঙ্গীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

সভা শেষে অতিথিবৃন্দ দৃষ্টিপ্রতিবন্ধীদের হাতে সাদাছড়ি তুলে দেন। জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

Show More

আরো সংবাদ...

Back to top button