
অনন্য রেকর্ড গড়লেন বিশ্বসেরা অল-রাউন্ডার
ঢাকা, ১৫ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):
সাকিব ব্যাট হাতে ২২ গজে নামবেন আর রেকর্ড হবে না এটা যেন প্রায় অসম্ভব হয়ে গেছে। সাকিব আল হাসান মানেই রেকর্ড আর রেকর্ড।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজ শুরুর আগে অনন্য এক রেকর্ডের সামনে দাঁড়িয়ে ছিলেন তিনি। রঙ্গিন জার্সিতে ৫০০০ রান এবং ন্যূনতম ২০০ উইকেট শিকারি হওয়ার জন্য দরকার ছিল আর মাত্র ১৭ রান। আজ কিম্বার্লিতে ৪৫ বলে ২৯ রানের ইনিংস খেলে সেই লক্ষ্যে পৌঁছে গেলেন বিশ্বসেরা অল-রাউন্ডার।
বাংলাদেশের ক্রিকেটে ড্যাশিং ওপেনার তামিম ইকবালের পর ৫০০০ রান করা দ্বিতীয় ব্যাটসম্যান হলেন সাকিব। পাশাপাশি তিনি বিশ্বের পঞ্চম অল-রাউন্ডার যিনি একইসাথে ন্যূনতম ৫ হাজার রান এবং ২০০ উইকেটের মালিক। আগে যে চারজন এই মাইলফলক স্পর্শ করেছেন ম্যাচের সংখ্যাতেও সাকিব তাদের পেছনে ফেলেছেন। এই মাইলফলক স্পর্শ করতে সাকিবের লেগেছে ১৭৮ ম্যাচের ১৬৮ ইনিংস।
অল-রাউন্ডারদের এই তালিকায় আরও আছেন দক্ষিণ আফ্রিকার একসময়ের বিশ্বসেরা অল-রাউন্ডার জ্যাক ক্যালিস, শ্রীলঙ্কান লিজেন্ড সনাথ জয়াসুরিয়া, পাকিস্তানের শহিদ আফ্রিদি আর আব্দুর রাজ্জাক। তারা প্রত্যেকেই দ্রুততার দিক দিয়ে সাকিবের চেয়ে পিছিয়ে।
ক্যালিস ১৯৭তম ম্যাচে ৫ হাজার ও ২ শ উইকেট শিকারের মালিক হয়েছিলেন। এই রেকর্ড স্পর্শ করতে জয়সুরিয়ার লেগেছিল ২০৪ ম্যাচ। পাকিস্তানের আফ্রিদি ও রাজ্জাকের লেগেছিল যথাক্রমে ২৩৯ ও ২৫৮ ম্যাচ।