জাতীয়

সোমবার ফুল কোর্ট সভা ডেকেছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি

ঢাকা, ১৫ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):

আগামীকাল সোমবার (১৬ অক্টোবর) বিকাল ৪টায় সুপ্রিম কোর্টের ফুল কোর্ট সভা ডেকেছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আব্দুল ওয়াহ্হাব মিঞা।

রবিবার (১৫ অক্টোবর) সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) আজিজুল হক স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি নোটিশ ওয়েবসাইটে প্রকাশ করা হয়। এতে বলা হয়, সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে ফুল কোর্ট সভা অনুষ্ঠিত হবে।

ফুল কোর্ট সভায় হাইকোর্ট বিভাগ ও আপিল বিভাগের বিচারপতিরা অংশ নেন এবং সুপ্রিম কোর্টসহ বিচার বিভাগের বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নিয়ে থাকেন।

এর আগেও আবদুল ওয়াহহাব মিঞা দায়িত্বগ্রহণের পর একবার ফুল কোর্ট সভা করেন।

Show More

আরো সংবাদ...

Back to top button