জাতীয়

মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী আহমাদ জাহিদ ঢাকায়

ঢাকা, ১৫ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):

মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী আহমাদ জাহিদ হামিদি দুই দিনের সফরে  রোববার বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় ঢাকায় পৌঁছেছেন।

তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয়) কামরুল আহসান, মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শহিদুল ইসলাম ও ঢাকায় অবস্থানরত মালয়েশিয়ার কর্মকর্তারা।

মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী বিশেষ বিমানে ঢাকায় নেমেই সোনারগাঁও হোটেল যান। সেখানে তিনি সারাদিন বিশ্রামে রয়েছেন।

পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলীর সঙ্গে সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দ্বিপক্ষীয় বৈঠক করবেন।  প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি বৈঠকে উপস্থিত থাকবেন।

দ্বিপক্ষীয় বৈঠকে রোহিঙ্গা ইস্যু ছাড়াও মালয়েশিয়ায় বাংলাদেশি জনশক্তি পাঠানো বিষয়ে আলোচনা হবে। মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী আহমাদ জাহিদ নিজ দেশের বৈদেশিক কর্মসংস্থান বিষয়টিও দেখেন।

সফরের দ্বিতীয় দিন সোমবার সকাল ৮টায় কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের উদ্দেশে বিশেষ বিমানে সেখানে যাবেন। পরিদর্শন শেষে সোমবার দুপুরের পর মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী কক্সবাজারে থেকেই বাংলাদেশ ছেড়ে মালয়েশিয়ার উদ্দেশে রওনা দেবেন।

Show More

আরো সংবাদ...

Back to top button