
জেলার সংবাদ
চলন্ত বাসে অসুস্থ হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু
ঢাকা, ১৬ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):
ঢাকায় আসার পথে চলন্ত বাসে স্বামী-স্ত্রী অসুস্থ হয়ে পড়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন। তারা দুজনই নোয়াখালী থেকে ঢাকা আসছিলেন।
রাস্তার মাঝে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাত ১১টার দিকে তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন।
রবিবার নোয়াখালী থেকে ঢাকায় ফেরার সময় চলন্ত বাসে প্রথমে ঝর্ণা অসুস্থ হন। স্ত্রীর অসুস্থতা দেখে তার পাশে থাকা স্বামীও অসুস্থ হয়ে পড়েন। এক পর্যায়ে তাদের মুগদার একটি হাসপাতালে নেওয়া হয়, পরে দ্রুত ঢামেক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।