
আন্তর্জাতিক
রোহিঙ্গা সংকট নিরসনে নেতৃত্ব দিতে পারে চীন ও ভারত
ঢাকা, ১৬ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):
মিয়ানমারে রোহিঙ্গা সংকট নিরসনে চীন ও ভারত নেতৃত্ব দিতে পারে বলে চীনা সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে। গতকাল রবিবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, রোহিঙ্গা মুসলিমদের ওপর নির্যাতনের ঘটনায় মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চি কঠোর সমালোচনার সম্মুখীন হচ্ছেন।
কিন্তু চীন এবং ভারত সু চির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির প্রতি সমর্থন দিয়ে যাচ্ছে। পশ্চিমা মিডিয়া এই সংকটের জন্য চীন এবং ভারতের প্রভাব বিস্তারের প্রতিযোগিতাকে দায়ী করছে। ফলে এই দুটি দেশ সংকট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

চীন এবং ভারত উভয় দেশকেই রাখাইনে এই সংঘাতের জটিলতা সম্পর্কে সচেতন থাকতে হবে। তবে এটা ঠিক যে এই সমস্যার সমাধান করতে সময় লাগবে, প্রতিবেদনে উল্লেখ করা হয়। গ্লোবাল টাইমস।