জেলার সংবাদ

না ঘুমিয়ে না খেয়ে জেলে রাত কাটালেন হানিপ্রীত

ঢাকা, ১৬ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):

না ঘুমিয়ে না খেয়ে জেলে প্রথম রাত কাটালেন ভারতের বিতর্কিত ধর্মগুরু গুরমিত রাম রহিম সিংয়ের দত্তককন্যা হানিপ্রীত ইনসান।

১০ দিন রিমান্ডে ছিলেন হানিপ্রীত। রিমান্ড শেষে শুক্রবারই আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয় তাকে। খবর আনন্দবাজারের।

বর্তমানে ‘পাপা কি পরি’ হানিপ্রীতের ঠিকানা আম্বালা সেন্ট্রাল জেল। হানিপ্রীত ছাড়া তার ছায়াসঙ্গী সুখদীপ কউরকেও সেন্ট্রাল জেলে নিয়ে যাওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, একসময়ের সহযোগী সুখদীপের সঙ্গে এখন কোনো কথাই বলছেন না হানিপ্রীত।

শুক্রবার কঠোর নিরাপত্তায় পঞ্চকুলা থেকে আম্বালা জেলে নিয়ে যাওয়া হয় হানিপ্রীতকে।

পুলিশ সূত্রে খবর, এই হাইপ্রোফাইল বন্দিকে বিশেষ নজরে রাখার জন্য একজন নারী পুলিশ কর্মী সার্বক্ষণিক তার সঙ্গে মোতায়েন করা হয়েছে। পাশাপাশি জেলে পাঠানোর আগে হানিপ্রীতের মেডিকেল চেকআপ করানো হয়।

জেল সূত্রে খবর, হানিপ্রীতের স্বাস্থ্য পরীক্ষার জন্য গঠন করা হয়েছিল তিন সদস্যের একটি মেডিকেল টিম। প্রায় দুই ঘণ্টা ধরে শারীরিক পরীক্ষা করা হয় তার।

পরে ওই প্রতিনিধিদলের এক চিকিৎসক অর্পিতা গর্গ জানিয়েছেন, হানিপ্রীত সম্পূর্ণ সুস্থ রয়েছেন।

গত ২৫ আগস্ট জোড়া ধর্ষণ ঘটনায় রাম রহিমের ২০ বছর কারাদণ্ড ঘোষণার দিন থেকেই ফেরারি ছিলেন হানিপ্রীত।

৩৮ দিন পর গত ৩ অক্টোবর পুলিশের জালে ধরা পড়েন তিনি। জিজ্ঞাসাবাদের জন্য এতদিন পুলিশ হেফাজতে রাখা হয়েছিল হানিপ্রীত ইনসানকে।

Show More

আরো সংবাদ...

Back to top button