
মোহনগঞ্জে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
ঢাকা, ১৬ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):
নেত্রকোনার মোহনগঞ্জে জগবন্ধু দাস (৪৬) নামের ছয় মাসের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার সন্ধ্যার পর উপজেলার মাঘান-সিয়াধার ইউনিয়নের খুরশিমূল বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জগবন্ধু খুরশিমূল গ্রামের মৃত মনিন্দ্র দাসের ছেলে।
মোহনগঞ্জ থানার এসআই নারায়ণ সরকার জানান, উপজেলার খুরশিমূল গ্রামের মৃত মণিন্দ্র দাসের ছেলে ধৃত জগবন্ধু দাস এলাকায় একজন চিহ্নিত মাদক কারবারি হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে ২০১২ সালে মোহনগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত একটি মামলায় তার অনুপস্থিতিতেই তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত। এরপর থেকেই জগবন্ধু পলাতক ছিলেন।
রবিবার সন্ধ্যার পর আসামি জগবন্ধু দাস খুরশিমূল বাজারে ঘোরাফেরা করছেন- এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এসআই নারায়ণ আরও জানান, আজ সোমবার সকাল সাড়ে ১১টার দিকে জগবন্ধুকে নেত্রকোনা আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।