আন্তর্জাতিক

প্রথম বোমা ফেলার আগেও আলোচনা চালিয়ে যাব: টিলারসন

ঢাকা, ১৬ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):

উত্তর কোরিয়ায় আগ্রাসন চালানোর আগে শেষ মুহূর্ত পর্যন্ত আলোচনার দ্বার উন্মুক্ত রাখতে চায় যুক্তরাষ্ট্র। কোরীয় উপদ্বীপে সিউলের সঙ্গে চলমান সামরিক মহড়ার মধ্যেই এক টেলিভিশন সাক্ষাৎকারে এমন দাবি করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন। এ ব্যাপারে ট্রাম্পের সম্মতির কথাও উল্লেখ করে তিনি।

এদিকে কোরীয় উপদ্বীপে শান্তি ফেরাতে ওয়াশিংটনের সঙ্গে সুর মিলিয়ে আলোচনার আহ্বান জানিয়েছে সিউলও।

কোরীয় উপসাগরে চলছে যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া যৌথ সামরিক মহড়া। যেটিকে পিয়ংইয়ং দেখছে যুদ্ধ শুরুর উসকানি হিসেবেই।

এর আগে ট্রাম্প একাধিকবার সামরিক আগ্রাসনের হুমকি দিলেও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বলছেন, কূটনৈতিক উপায়ে সংকট সমাধানে আগ্রহী ওয়াশিংটন। সামরিক অভিযানের আগে শেষ মুহূর্ত পর্যন্ত আলোচনা চালিয়ে যাওয়ার আগ্রহের কথাও জানান তিনি।

টিলারসন বলেন, উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি নিয়ে আমাদের যে অবস্থান তা অন্যান্য পরাশক্তি ও আঞ্চলিক শক্তিগুলোর ক্ষেত্রেও প্রযোজ্য। আমরা কোরীয় উপদ্বীপকে শান্ত রাখতে চাই। আর সে লক্ষ্যেই প্রথম বোমাটি ফেলার আগেও চেষ্টা চালিয়ে যাব আলোচনার মাধ্যমে সমাধান খুঁজতে।

এর আগেও আলোচনার মাধ্যমে সমাধান চেয়েছিলেন টিলারসন। তবে সেসব উদ্যোগকে সময়ের অপচয় বলে উল্লেখ করেছিলেন ট্রাম্প। তবে এবার ট্রাম্পের বরাত দিয়েই পররাষ্ট্রমন্ত্রীর দাবি, সংঘাত এড়াতে সর্বোচ্চ আন্তরিক মার্কিন প্রেসিডেন্ট।

Show More

আরো সংবাদ...

Back to top button