খেলাধুলা

রংপুর রাইডার্সে লঙ্কান গতিদানব

ঢাকা, ১৬ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):

একের পর এক বিশ্বতারকাদের দলে টেনে চমক দেখিয়ে যাচ্ছে আসন্ন বিপিএলের পঞ্চম আসরের হট ফেবারিট রংপুর রাইডার্স। দেশের সবচেয়ে বড় শিল্প গ্রুপ বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিটিতে যোগ দিয়ে এবার প্রথমবারের মত বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলতে আসছেন লঙ্কান গতিদানব লাসিথ মালিঙ্গা।

ইতিমধ্যেই তিনি রংপুর রাইডার্সের হয়ে খেলতে সম্মতি দিয়েছেন।

মালিঙ্গার আগমনের পেছনে আছে দক্ষিণ আফ্রিকার গ্লোবাল টি-টোয়েন্টি লিগ স্থগিত হওয়া। আর্থিক সমস্যার কারণে শুরু হওয়ার আগেই স্থগিত হয়ে যায় তারকাবহুল ফ্র্যাঞ্চাইজি লিগ। প্রায় একই সময়ে শুরু হওয়ার কথা থাকায় অনেক তারকা বিপিএলে সাক্ষর করতে পারেননি।  ওই টুর্নামেন্টে চুক্তিবদ্ধ হয়েছিলেন মালিঙ্গা। সেই আসরটি না হওয়ায় বিপিএলে রংপুর রাইডার্সে সাক্ষর করেছেন তিনি।

বিশ্বব্যাপী টি-টোয়েন্টি লিগ খেলে বেড়ানো মালিঙ্গা দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি। এখন পর্যন্ত তিনি বিপিএল ছাড়া অন্য সব লিগেই খেলেছেন। মালিঙ্গাকে নিয়ে রংপুর রাইডার্সের বিদেশি ক্রিকেটারের সংখ্যা দাঁড়াল ১১ জনে।

তারা হলেন-ক্রিস গেইল, স্যামুয়েল বদ্রি, জনসন চার্লস, থিসারা পেরেরা, রবি বোপারা, ডেভিড উইলি, কুশল পেরেরা, অ্যাডাম লিথ, শামিউল্লাহ শেনওয়ারি, স্যাম হেইন ও লাসিথ মালিঙ্গা।

আগামী ৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে বিপিএলের পঞ্চম আসর। এই আসরে অধিনায়ক হিসেবে রংপুর রাইডার্সে যোগ দিয়েছেন জাতীয় ওয়ানডে দলের তুমুল জনপ্রিয় অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

Show More

আরো সংবাদ...

Back to top button