খেলাধুলা

দুই ক্রিকেটারের জীবন নষ্ট করেছেন কোহলি!

ঢাকা, ১৬ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):

আসন্ন নিউজিল্যান্ড সিরিজের জন্য দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

সেই দলে জায়গা পাননি পরীক্ষিত সৈনিক অলরাউন্ডার যুবরাজ সিং ও সুরেশ রায়না।

এই দুই ক্রিকেটারই বেশ কিছু দিন জাতীয় দলের বাইরে। আর এর জন্য সরাসরি দলটির অধিনায়ক বিরাট কোহলির দিকেই আঙুল তুললেন অভিনেতা কমল রসিদ খান।

সম্প্রটি কমল রসিদ খান এমন একটি টুইট করেছেন। যেখানে যুবরাজ-রায়নার ক্যারিয়ার নষ্টের জন্য কোহলিকেই দায়ী করা হয়েছে।

টুইটে কমল লেখেন- ‘বেচারা যুবরাজ ও রায়নাকে কোহলি পুরোপুরি ঘরেই বসিয়ে দিল। ঠিক আছে ভাই, তোমরা ধারাভাষ্য করো।’ এই টুইটটির মাধ্যমে মূলত ভারত অধিনায়ককেই খোঁচা দেন কেআরকে।

তবে এই টুইটের পর থেকেই সরগরম হয়ে ওঠে সোশ্যাল মিডিয়া। তার টুইটের জবাব দিতে একের পর এক টুইট করতে থাকেন ভারতীয় সমর্থকরা।

একজন লেখেন- এবার আপনি ক্রিকেট নিয়েও মাথা ঘামাবেন? কাজ না থাকলে যা হয় আর কী!

আরেকজন লেখেন- আপনি বিরাটকে এত হিংসে করেন কেন? কোনো দিন ওর মতো সাফল্য অর্জন করতে পারবেন না।

আবার আরেকজন লিখেছেন- ওরা দুজনে নিজেদের কাজটি ঠিক করবেন। আপনার মতো আজেবাজে টুইট ওরা করবেন না।

Show More

আরো সংবাদ...

Back to top button