
খাদ্য অধিকার নিশ্চিত করতে বরিশালে ক্ষুধাবিরোধী মিছিল
ঢাকা, ১৭ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):
খাদ্য অধিকারকে সাংবিধানিক স্বীকৃতি, মোটা চালসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ, বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য খাদ্য ও কার্মসংস্থান এবং ও দেশের দারিদ্রপীড়িত জনগোষ্ঠীর খাদ্য অধিকার নিশ্চিত করার জন্য একটি আইনি কাঠামো তৈরি করার দাবি জানিয়েছে কৃষক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। প্রান্তজন এর নির্বাহী পরিচালক এস এম শাহাজাদা’র সভাপতিত্বে আজ মঙ্গলবার বরিশাল শহীদ মিনার চত্বর থেকে ক্ষুধাবিরোধী মিছিলের পূর্বে বক্তারা এই দাবি করেন।
মিছিলটি বরিশাল শহীদ মিনার থেকে শুরু হয়ে নগরীর প্রাধান প্রধান সড়ক হয়ে বিবির পুকুর পারে এসে সমাপ্ত হয়। এ সময় বক্তারা বলেন, দেশে খাদ্য অধিকার আইন প্রণয়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন। তাই অবিলম্বে এই আইন পাশ করে দেশের সকল মানুষের খাদ্য অধিকার নিশ্চিত করতে হবে। পাশাপাশি, এ বছর বন্যায় কৃষকদের ব্যাপক ক্ষতি হয়েছে, কৃষকদের লোকসান মোকাবেলায় তাদেরকে দীর্ঘ মেয়াদে ঋণ ও কৃষি উপকরণ সহায়তা প্রদান করতে হবে।
বক্তারা আরো বলেন, সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ উন্নয়নের পথে এগিয়ে চলছে। খাদ্য নিরাপত্তা পরিসংখ্যানে উন্নতি হয়েছে আগেরকার তুলনায়। ক্ষুধা সূচকে (গ্লোবাল হাঙ্গার ইনডেক্স) ২০১৬ অনুযায়ী, ক্ষুধা-দারিদ্র্য ও পুষ্টি দূরীকরণে দক্ষিণ এশিয়ায় ভারত ও পাকিস্তানের চেয়ে বাংলাদেশ এগিয়ে রয়েছে। কিন্তু তাতেও আত্মতৃপ্তির সুযোগ নেই।
বক্তারা বলেন, চলতি বছরের মার্চে দেশের উত্তর-পূর্বাঞ্চল বন্যায় প্লাবিত হয়।
বছরের মাঝামাঝি দেশের বেশিরভাগ এলাকা দ্বিতীয় বার বন্যা কবলিত হয়। এসবের ফলে খাদ্যশস্যসহ কৃষিপন্য উৎপাদন ব্যাহত হয়েছে। অস্বাভাবিক হারে চালের মূল্যবৃদ্ধি খাদ্য নিরাপত্তা পরিস্থিতি এবং দরিদ্র মানুষের জীবন অনেকখানি হুমকির মধ্যে পড়ে। বর্তমান দিনগুলোতেও চাল-ডাল-পেয়াজ-সবজি-মাছের দাম আকাশ ছোয়া, যা নিন্মবিত্তের ক্রয়সীমার বাইরে। এজন্য দেশে আইনি কাঠামো গড়ে তুলতে হবে, যেখানে সকল মানুষের খাদ্যপ্রাপ্তি নিশ্চিত করতে প্রয়োজনীয় নীতি, বাস্তবায়ন কৌশল এবং সমন্বিত কৃষি, খাদ্য ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির দিক নির্দেশনা থাকবে।ক্ষুধাবিরোধী মিছিলে আরো বক্তব্য রাখেন উন্নয়ন সংগঠক আনোয়ার জাহিদ, ডা: সৈয়দ হাবিবুর রহমান, ক্যাব’র সম্পাদক রনজিৎ দত্ত, বরিশাল জেলা কৃষক লীগের সহ-সভাপতি মজিবর রহমান খান, উপজেলা কৃষক লীগের সভাপতি আলহাজ আ: কাদের খান, উন্নয়ন সংগঠক মো: রফিকুল আলম, বেলা’র সমন্বয়কারী লিংকন বয়ান, প্রান্তজন’র ক্যাম্পেইন সমন্বয়কারী ইব্রাহিম হামিদ মাসুম, আরিফ জোবায়ের প্রমূখ।