খেলাধুলা

আমিরকে সামলানো কঠিন চ্যালেঞ্জের : কোহলি

ঢাকা, ১৭ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):

নিশ্চয়ই বিশ্বের সেরা ব্যাটসম্যানদের তালিকা করা হলে শুরুরু দিকেই থাকবেন বিরাট কোহলি। সেই বিরাট কোহলির কাছে ভারতের জনপ্রিয় অভিনেতা আমির খান জানতে চাইলেন বিশ্বের কোন বোলারকে দেখলে তিনি নার্ভাস হয়ে পড়েন? একটি চ্যাট শোয়ে করা সেই প্রশ্নের জবাবে অন্য এক আমিরের নাম বললেন কোহলি। তিনি মোহাম্মদ আমির।
ভারত অধিনায়ক বলেন, ‘এই মুহূর্তে যে নামটা মনে আসছে, সেটা হল পাকিস্তানের মোহাম্মদ আমির। বিশ্বের প্রথম দু’তিন জন বোলারের মধ্যে ওর নামটা অবশ্যই থাকবে। আমার ক্যারিয়ারে যে ক’জন বোলারকে খেলেছি, তার মধ্যে অন্যতম কঠিন চ্যালেঞ্জ হল আমিরকে সামলানো।’
কোহলি বনাম আমিরের যুদ্ধে বেশ কয়েকবার পাকিস্তানি পেসারকে হারতে হয়েছে ভারতীয় ব্যাটসম্যানের কাছে। কিন্তু শেষ লড়াই, চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে আমিরের কাছে হার মানতে হয়েছিল কোহলিকে। এই পেসার নিয়ে যথেষ্ট শ্রদ্ধাশীল ভারত অধিনায়ক। তিনি বলছেন, ‘আমিরের বিরুদ্ধে খেলতে হলে নিজের সেরা খেলাটা বার করে আনতে হবে। না হলেই ও আঘাত করবে। দুর্দান্ত বোলার।’
এর আগেও আমিরের প্রশংসা শোনা গিয়েছিল কোহলির মুখে। এমনকি টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজের একটা ব্যাটও পাক পেসারকে উপহার দিয়েছিলেন কোহলি। তিনি এমনও বলেছিলেন, ‘আমির যে আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে এসেছে, এতে আমি খুব খুশি হয়েছি। ও দারুণ বোলার।’
এই চ্যাট শোয়ে নিজের স্কুল জীবনের প্রসঙ্গও টেনে এনেছেন কোহলি। বলেছেন, ‘আমি তো ক্লাস টুয়েলভেও পড়িনি। ক্লাস ইলেভেন পাশ করার পরে ১৬ বছর বয়সে আমি ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলা শুরু করি।’-আনন্দবাজার।
Show More

আরো সংবাদ...

Back to top button