জেলার সংবাদ

খুলনায় প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত

ঢাকা, ১৮ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):

খুলনায় প্রতিপক্ষের হামলায় গোবিন্দ মল্লিক (৩৮) নামে এক কৃষক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে মারা যান তিনি।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে জেলার তেরখাদা উপজেলায়।

এ ব্যাপারে আজ বুধবার সকালে তেরখাদা থানার ওসি সফিকুল ইসলাম চৌধুরী বলেন, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে গোবিন্দ নিজ গ্রাম অর্জুনা বলর্দ্বনার একটি অনুষ্ঠান থেকে পরিবারের লোকজনসহ বাড়ি ফিরছিলেন। পথে প্রতিপক্ষের কয়েকজন তার ওপর অতর্কিত হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন।

এ সময় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাত ১১টার দিকে মারা যান তিনি। এই হামলায় আরও ৪-৫ জন গুরুতর আহত হয়েছেন। তাদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি জানান, এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে।

তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Show More

আরো সংবাদ...

Back to top button