জেলার সংবাদ

গৌরীপুরে স্বামীকে বেঁধে নববধূ নির্যাতনে তোলপাড়

ঢাকা, ১৮ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):

স্বামীকে বেঁধে নববধূকে নির্যাতনের ঘটনায় এলাকাজুড়ে তোলপাড় শুরু হয়েছে। ঘটনার পর থেকে নববধূ ও তার স্বামী সোহেল মিয়া লাপাত্তা। এ দিকে নির্যাতনের ঘটনায় জড়িতরা গা-ঢাকা দিয়েছে। পুলিশ ৬ দিনেও নির্যাতনের শিকার স্বামী-স্ত্রীকে উদ্ধার করতে পারেনি। তবে বিক্ষুব্ধ গ্রামবাসী ঘটনায় জড়িত থাকার অভিযোগে দু’জনের দোকানে তালা ঝুলিয়ে।

সহনাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মান্নান মঙ্গলবার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর নববধূর পরিবারের লোকজন আমার সঙ্গে যোগাযোগ করেছিল। নিখোঁজ দম্পতিকে খোঁজে বের করতে চেষ্টা চলছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে দাবি জানান।

এদিকে সোমবার বিকালে সোহেলের গ্রামের বাড়ি পেচাঙ্গিয়া গ্রামে গিয়ে জানা যায়, সোহেলের ঘরে আরও এক অন্তঃসত্ত্বা স্ত্রী রয়েছে। তার স্ত্রী বলেন, আমার স্বামী রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করে। বুধবার সে বাড়ি থেকে বের হওয়ার পর আমরা আর কোনো খোঁজ পাচ্ছি না। স্বামীর নতুন বিয়ে ও নির্যাতনের বিষয়ে আমরা কিছুই জানি না। তবে পুলিশ এসে বাড়িতে খোঁজখবর নিয়ে গেছে। তার স্বামীর তিনিও সন্ধান চান। গৌরীপুর মানবাধিকার কমিশনের সভাপতি আইনজীবী আবুল কালাম মুহাম্মদ আজাদ বলেন, নবদম্পতি নিখোঁজের ঘটনায় আমরা গভীরভাবে উদ্বেগ প্রকাশ করছি।

Show More

আরো সংবাদ...

Back to top button