
জেলার সংবাদ
চন্দনাইশে গাছ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু
ঢাকা, ১৮ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):
চট্টগ্রামের চন্দনাইশে গাছ থেকে পড়ে মুজিবুর রহমান (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের মুরাদাবাদ এলাকায় এ ঘটনাটি ঘটে।
জানা যায়, মুজিবুর রহমানের বাড়ি নোয়াখালী এলাকায়। নিজের খরিদকরা গাছের ডাল কাটতে গিয়ে পা পিছলে পড়ে যান তিনি। গুরুত্বর আহত অবস্থার উদ্ধার করে বিজিসি ট্রাস্ট হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ইউপি চেয়ারম্যান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।