
আন্তর্জাতিক
আমেরিকায় শীর্ষ ধনীর তালিকায় ট্রাম্পের পতন
ঢাকা, ১৮ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):
আমেরিকায় শীর্ষ ধনীদের তালিকা প্রকাশ করেছে ম্যাগাজিন ফোর্বস। ৪০০ জনের তালিকায় প্রেসিডেন্ট ট্রাম্পের অবস্থান আগের চেয়ে নীচের দিকে নেমে এসেছে। তার সম্পদ ৬০০ মিলিয়ন ডলার কমে ৩ দশমিক ১ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।
ফলে তালিকায় তার অবস্থান ২৪৮ নম্বরে। গত বছর তিনি ১৫৬ নম্বরে ছিলেন। তালিকায় যেখানে বেশিরভাগ ধনী আরো ধনী হয়েছেন সেখানে ট্রাম্পের পতন হয়েছে।
ফোর্বসের এই তালিকা নিয়ে হোয়াইট হাউস কোনো মন্তব্য করেনি। খবর সিএনএন।