জেলার সংবাদ

বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু

ঢাকা, ১৮ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):

আড়াইহাজারে বালতির পানিতে পড়ে আঞ্জুম নামের দেড় বছরের একটি  শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার সদর পৌরসভার চৌধুরী পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
খাগকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম নুরু জানান, শিশুটির বাড়ি নয়নাবাদ গ্রামে। সে তার নানার বাড়ি থাকতো। দুপুরে  শিশুর মা এ্যানি তাকে  একটি বালতি দিয়ে  গোসল করায়। গোসলের পর বালতির পানি ফেলা হয়নি।বাড়ির লোকজন কাজ করছিল। এই ফাঁকে ওই শিশু বালতির পানিতে খেলা করতে যায়।
শিশুটির মা খোঁজতে গিয়ে তাকে বালতি থেকে উদ্ধার করে। হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
Show More

আরো সংবাদ...

Back to top button