জেলার সংবাদ

সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার

ঢাকা, ১৮ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):

সিলেটে যুবলীগের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষের জেরে ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।  সরেজমিনে বেলা ১টার দিকে যান চলাচল শুরু হতে দেখা গেছে।

এ ব্যাপারে পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া জানান, বুধবার বেলা ১২টায় পরিবহন মালিক-শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠকে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারসহ আইনি সহায়তার আশ্বাস দিলে তারা ধর্মঘট প্রত্যাহার করেন।

তিনি বলেন, যাত্রীদের দুর্ভোগ লাঘবের জন্য পরিবহন নেতাদের সঙ্গে দ্রুত বৈঠক আহ্বান করা হলে তারা সাড়া দেন। আলোচনা শেষে তারা ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন।

প্রসঙ্গত, সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালের ইজারা নিয়ে দ্বন্দ্বের জের ধরে গতকাল মঙ্গলবার দুপুরে যুবলীগের কিছু কর্মী অতর্কিত পরিবহন শ্রমিকদের ওপর হামলা চালায় বলে শ্রমিক নেতাদের অভিযোগ। তবে স্থানীয় যুবলীগ নেতারা বলছেন, তারা বাস টার্মিনাল ইজারার দখল বুঝে নিতে গেলে শ্রমিকরা অতর্কিত হামলা চালায়।

এ ঘটনার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে পরিবহন শ্রমিকরা ধর্মঘট ডাকেন। এদিকে হঠাৎ এ ধর্মঘটের কারণে সিলেটে এসে আটকা পড়েন হাজার হাজার যাত্রী।

Show More

আরো সংবাদ...

Back to top button