জেলার সংবাদ

লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে দুদকের মামলা

ঢাকা, ১৮ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):

পাটকলের প্রায় আড়াই একর জমি দরপত্র ছাড়াই বিক্রি করায় সরকারের ৪০ লাখ ৬৯ হাজার ২১ টাকা আর্থিক ক্ষতির অভিযোগ এনে সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীসহ দু’জনের বিরুদ্ধে বগুড়ায় মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলার অপর আসামি হলেন ওই জমির ক্রেতা বগুড়া শহরের কাটনারপাড়া এলাকার মৃত হারুন-অর-রশিদের স্ত্রী জাহানারা রশিদ।
দুদকের বগুড়া সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমিনুল ইসলাম বাদী হয়ে মঙ্গলবার রাতে আদমদীঘি থানায় মামলাটি দায়ের করেন। আদমদীঘি থানার ওসি মো. ওয়াহেদুজ্জামান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, বাংলাদেশ জুট করপোরেশনের ২ একর ৩৮ শতাংশ জমি জাহানারা রশিদ নামে এক নারী ২০১০ সালের ১৩ মে পাট ও বস্ত্র মন্ত্রণালয় থেকে তিন বছরের জন্য প্রতিবছর এক লাখ ২০ হাজার টাকায় লিজ নেন। কিন্তু তাকে এক বছর ভাড়া দেয়ার নির্দেশ দিলেও তিনি তা না করে জমিটি ক্রয়ের জন্য পাট ও বস্ত্র মন্ত্রণালয়ে ২০১১ সালে ২৩ নভেম্বর আবেদন করেন। সম্পত্তি স্থায়ীভাবে বরাদ্দ দেওয়ার জন্য উম্মুক্ত দরপত্র আহ্বান করার নিয়ম থাকলেও তৎকালীন মন্ত্রী লতিফ সিদ্দিকী তার পরিচিতজন হওয়ায় একক সিদ্ধান্তে ৬৪ লাখ ৬৩ হাজার ৭শ’ ৯৫ টাকার সম্পত্তি মাত্র ২৩ লাখ ৯৪ হাজার ৭শ’ ৭৪ টাকায়  বিক্রি করেন। এতে সরকারের ৪০ লাখ ৬৯ হাজার ২১ টাকা আর্থিক ক্ষতি হয়েছে।
মামলায় বলা হয়েছে , লতিফ সিদ্দিকী ও আসামি জাহনারা রশিদ যোগসাজশে ব্যক্তি স্বার্থে আর্থিক ভাবে লাভবান হওয়ার জন্য ক্ষমতার অপব্যবহার করেছেন। এ কারণে তাদের বিরুদ্ধে অপরাধ প্রমাণ হয়েছে। ফলে এই মামলা দায়ের করা হয়েছে।
Show More

আরো সংবাদ...

Back to top button