
রাজনীতি
প্রয়োজন মতো যে কাউকে অসুস্থ করে ফেলে সরকার
ঢাকা, ১৮ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেছেন, সরকার তাদের প্রয়োজন মতো যে কাউকে অসুস্থ করে ফেলে।
১৮ অক্টোবর বুধবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে তিনি সরকারের সমালোচনা করে এ কথা বলেন।
মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘সরকার বলছে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা অসুস্থতার কারণে ছুটিতে গেছেন। পক্ষান্তরে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এ বিষয়ে ভিন্ন কথা বলা হয়েছে।’
সরকার ও সুপ্রিম কোর্টের কার বক্তব্য সত্য প্রশ্ন রেখে তিনি বলেন, ‘আইনমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেল প্রধান বিচারপতির ছুটির বিষয়ে অসত্য কথা বলেছেন।’
মানববন্ধন কর্মসূচির শেষে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যরা বিক্ষোভ মিছিল করেন।