
দেশীয় প্রযুক্তিতে বিধ্বংসী মিসাইল বোট তৈরী করল ইরান
ঢাকা, ১৯ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি ঘণ্টায় ১১০ নটিক্যাল বা ২০৩ কিলোমিটার বেগে জল কাটতে সক্ষম দ্রুতগতির স্পিডবোটের পরীক্ষায় সফল হল। নিজস্ব প্রযুক্তিতে এই দ্রুতগতির স্পিডবোট তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন আইআরজিসি’র নৌ-কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলি ফাদাভি।
এর আগে যুদ্ধজাহাজ বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং কামান স্পিডবোটে বসানো সম্ভব ছিল না বলে জানিয়েছেন নৌ-কমান্ডার। তবে এবার তা সম্ভব হয়েছে। ইরানি বিশেষজ্ঞরা নতুন স্পিডবোটে এই দুই ব্যবস্থাই রেখেছেন বলে আলি ফাদাভি সাংবাদিকদের জানান।
এছাড়া, ঘণ্টায় ১২০ নটিক্যাল বা ২২২ কিলোমিটার বেগে চলতে সক্ষম সামরিক যানের পরীক্ষা এবং নকশা রুপায়ণের কাজও এখন আইআরজিসি’র নৌ গবেষণাগারেই করা হচ্ছে। আগে এ ধরনের পরীক্ষা বাইরে থেকে ইরানকে করিয়ে আনতে হত।
রিয়ার অ্যাডমিরাল আলি ফাদাভি আরও জানিয়েছেন, আগামী কয়েক মাসের মধ্যেই ইরান ঘণ্টায় ৮০ নট বা ১৪৮ কিলোমিটার বেগে স্পিডবোট বানাবে। ওই সব স্পিডবোটে ১০০ কিলোমিটারের মধ্যে অবস্থিত শত্রুপক্ষের লক্ষ্যবস্তু ধ্বংসের উপযোগী ক্ষেপণাস্ত্র বসানো হবে।