খেলাধুলা

অভিষেকেই সেঞ্চুরি ইনজামামের ভাতিজার

ঢাকা, ১৯ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):

ক্রিকেট ক্যারিয়ারের প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচ (ওডিআই) খেলতে নেমেই সেঞ্চুরি হাঁকিয়েছেন পাকিস্তানের ব্যাটিং গ্রেট ইনজামাম-উল-হকের ভাতিজা ইমাম-উল-হক। মূলত তার সেঞ্চুরিতে ভর করে শ্রীলঙ্কার বিপক্ষে চলমান পাঁচ ম্যাচ সিরিজ জিতে (৩-০) নিলো পাকিস্তান।

ইমাম-উল-হকের আগে ১৯৯৫ সালে এই শ্রীলঙ্কার বিপক্ষে ওডিআই অভিষেকে সেঞ্চুরি হাঁকানো একমাত্র পাকিস্তানি ছিলেন সেলিম এলাহী। অভিষেকে সেঞ্চুরি হাঁকানো ২১ বছর বয়সী বামহাতি ইমাম-উল-হক তার ইনিংসে পাঁচটি চারের পাশাপাশি দুটি ওভার বাউন্ডারিও মারেন। তবে একশ রান করার পরই তিনি সাজঘরে ফেরেন।

যদিও ৮৯ রানে উইকেটরক্ষকের তালুবন্দি হন ইমাম। তবে টিভি আম্পায়ারের ফুটেজে বিষয়টি পরিষ্কার হয়, উইকেটরক্ষকের হাতে পৌঁছানোর আগে বল মাটি স্পর্শ করে। ইমাম-উল-হকের চাচা সাবেক পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক এবং বর্তমানে পাকিস্তান দলের প্রধান নির্বাচক দেশের হয়ে একদিনের ক্রিকেটে সর্বোচ্চ রান (১১,৭৩৯) সংগ্রাহক।

Show More

আরো সংবাদ...

Back to top button