
বিনোদন
শালীনতার মাত্রা ছাড়ানো ভিডিও পোস্ট আরশির!
ঢাকা, ১৯ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):
বিতর্ক যেন সবসময় ঘিরে থাকে তাকে। কখনও কখনও পাকিস্তানের ক্রিকেটার শহিদ আফ্রিদির প্রেমিকা দাবি করে বিতর্কে জড়ান।
আবার কখনও ভারতীয় ক্রিকেটারদের উদ্দেশ্যে বিতর্কিত মন্তব্য করেন। সব কিছু মিলিয়ে বিতর্ক যেন পিছু ছাড়ে না আরশি খানের।
আর বিগ বস হাউসে প্রবেশ করার পর থেকে ফের বাড়তে শুরু করেছে আরশিকে নিয়ে বিতর্কের মাত্রা। কিন্তু এসবের মধ্যেই নতুন করে খবরে এলেন আরশি।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে পর পর ২টি ভিডিও পোস্ট করেন আরশি খান। যেখানে শালীনতার মাত্রা আরশি ছাড়িয়ে গেছেন বলে নেটিজেনদের একাংশ অভিযোগ করেছেন।
‘দ্য রিয়েলিটি শোস’ নামে একটি টুইটার হ্যান্ডেলে প্রকাশ করা হয় আরশি খানের ওই ভিডিও। আর তা প্রকাশ্যে আসার পর থেকেই জোর গুঞ্জন শুরু হয়েছে। যদিও তাতে কিছু যায় আসে না আরশির। বর্তমানে বিগ বসের ঘরে বেশ বহাল তবিয়তেই রয়েছেন আরশি খান।
অনেকের ধারণা, বিগ বস ১১-এ টিআরপির মাত্রা বাড়ানোর জন্যই আরশি নতুন করে বিতর্কিত ভিডিও পোস্ট করতে শুরু করেছেন।